• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

দোহার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

  • ''
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২৪

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

আসন্ন ঢাকার দোহার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন প্রার্থীরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ১২ টা থেকে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রত্যেক প্রার্থী তাদের সমর্থক ও নের্তৃবৃন্দদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। তবে এ নির্বাচনে গত বছরের তুলনায় নতুন প্রার্থী বেড়িয়ে এসেছে অনেক। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন ৩ জন প্রার্থী।

যেখানে গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মো. আলমগীর হোসেন। এ নির্বাচনে প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এবং নতুন প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মেহবুব কবীর ও ফারুক উজ জামান মনোনয়নপত্র জমা দেন।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মো. সুজাহার বেপারী এবং নতুন প্রার্থী হিসেবে শেখ মো. সালাহউদ্দিন, আব্দুল ওয়াহাব দোহারী ও গিয়াস উদ্দিন সোহাগ মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী এবং নতুন প্রার্থী হিসেবে মিতু চেীধুরী ও আছমা আক্তার মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, নির্বাচনী সকল যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকেই এলাকার বিভিন্ন হাট বাজার ও পাড়া মহল্লায় চলেছে নির্বাচনী হাওয়া। প্রত্যেক প্রার্থীই যেন জয়ের ব্যাপারে রয়েছে শত ভাগ আশাবাদী এবং পাশাপাশি প্রত্যেক প্রার্থী পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সকল ভোটারদের দিচ্ছেন আলাদা আলাদা প্রতিশ্রুতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads